পুলিশি হেফাজতে আসামি। ছবি : সংগৃহীত

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহ পরান (রহ.) থানার অভিযানে ৩ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বুধবার (২২ মে) রাতে শাহ পরান থানাধীন শাহজালাল উপশহরের শাহজালাল হাইস্কুলের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি জিহাদ আহমেদের (২১) বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানা এলাকায়।

শাহ পরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনূর রশীদ চৌধুরী জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।