নাটোরের বড়াইগ্রাম থানার অভিযানে অস্ত্র, গুলিসহ আটক ব্যক্তি। ছবি: পুলিশ নিউজ

নাটোরের বড়াইগ্রাম থানার অভিযানে অস্ত্র, ‍গুলিসহ একজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, বড়াইগ্রাম থানাধীন বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের (ফিডার রোড) সুতিরপার এলাকায় বুধবার রাত সাড়ে ১২টার দিকে রাজদুল হোসেন (৩৬) নামের এক ব্যক্তির হাত-পা বেঁধে মোটরসাইকেল ছিনতাই করে কিছু ছিনতাইকারী। খবর পেয়ে বড়াইগ্রাম থানা-পুলিশের একটি আভিযানিক দল ছিনতাইকৃত মোটরসাইকেল ও দুর্বৃত্তদের ধরতে সাঁড়াশি অভিযানে নামে। একপর্যায়ে বড়াইগ্রাম থানার মানিকপুর চেকপোস্টে একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে তা নির্দেশ অমান্য করে অন্যদিকে যাওয়ার চেষ্টা করে। ওই সময় মোটরসাইকেলে থাকা তিন আরোহী লাফ দিয়ে নেমে ছুটে বিভিন্ন দিকে দৌড়ে চলে যায়।

পরবর্তী সময়ে অভিযান জোরদার করা হলে বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে আসামি বুলবুলকে (২১) আটক করা হয়। ওই সময় তাঁর হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল ও চারটি গুলিভর্তি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

আটক বুলবুলের দেখানো মতে ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বুলবুল জানান, তাঁরা বেশ কিছুদিন ধরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে রাস্তায় তারকাঁটা ফেলে গাড়ি থামিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে আসছিলেন। এ ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।