সিলেটের জৈন্তাপুর থানার আলাদা অভিযানে উদ্ধার হওয়া গবাদিপশু ও গ্রেপ্তার চারজন। কোলাজ: পুলিশ নিউজ

সিলেটের জৈন্তাপুর থানা-পুলিশের আলাদা চোরাচালানবিরোধী অভিযানে ১৫টি ভারতীয় মহিষ ও ১৮টি ভারতীয় গরু, ৩৭ বস্তা ভারতীয় চিনি উদ্ধারের পাশাপাশি চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টার দিকে জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক শফিকুল ইসলামের নেতৃত্বে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটের সামনে থেকে ভারত থেকে আনা ১৫টি মহিষ উদ্ধার করা হয়।

এ সময় মহিষের সঙ্গে থাকা দুই ব্যক্তি ইব্রাহিম মিয়া (২২) ও মো. ইয়াসিন আহমেদকে (২৩) আটক করা হয়েছে। দুজনই উপজেলার খারুবিল গ্রামের বাসিন্দা।

অপর অভিযানে উপজেলার গৌরীশঙ্কর যশপুর এলাকা থেকে ভোর সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে ভারত থেকে আনা ছোট-বড় ১৮টি গরু উদ্ধার করা হয়। চোরাচালানের সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন গৌরীশঙ্কর গ্রামের সোহেল আহমেদ (৩৫) ও ঘিলাতৈল গ্রামের এখলাস আহমেদ (২২)।

একই দিনে অপর এক অভিযানে ভোর সাড়ে পাঁচটার দিকে জৈন্তাপুর থানাধীন ১ নম্বর নিজপাট ইউনিয়নের যশপুর এলাকার রাশিদ মিয়ার ঘর থেকে ৩৭ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পালিয়ে যায়।

এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে তিনটি মামলা করা হয়েছে।