টেকনাফে রোহিঙ্গা শিবিরে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার সন্দেহভাজন রোহিঙ্গা মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ

কক্সবাজারের টেকনাফে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অভিযান চালিয়ে সন্দেহভাজন এক রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। টেকনাফের লেদা রোহিঙ্গা শিবিরে ১৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাত সাড়ে ১০টার দিকে ওই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত ওই সন্দেহভাজন আসামির নাম ইয়াসিন (২৩)।

এপিবিএন জানায়, কক্সবাজারের টেকনাফে লেদা রোহিঙ্গা শিবিরে ১৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে ১৬ এপিবিএনের একটি দল টহলের সময় সন্দেহভাজন মাদক কারবারি ইয়াসিনকে আটক করে। তাঁকে তল্লাশি করে একটি এনআইডির কপি ও মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার বিভিন্ন তথ্য পাওয়া যায়। তাঁর বিরুদ্ধে অপহরণ, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।