১১ এপিবিএনের অভিযানে উদ্ধার ভারতীয় কিশোরী। ছবি: বাংলাদেশ পুলিশ

১১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১১ এপিবিএন) অভিযান চালিয়ে ভারতীয় এক অপহৃত কিশোরীকে উদ্ধার করেছে। গাজীপুরের টঙ্গী থেকে ২ মার্চ (বৃহস্পতিবার) তাকে উদ্ধার করা হয়।

১১ এপিবিএন জানায়, গত ২০ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণার বনগাঁও, দেবগড় গ্রামের প্রদীপ পাল নামের এক ব্যক্তি বাংলাদেশের নাগরিক কৌশিক বিশ্বাসের বিরুদ্ধে বনগাঁও থানায় তার ১৪ বছর বয়সী কিশোরী কন্যাকে অপহরণের মামলা করেন। ভারতীয় হাইকমিশন পররাষ্ট্র মন্ত্রনালয়কে বিষয়টি অবহিত করে। পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে বাংলাদেশ পুলিশকে এ বিষয়ে জানানো হয়।

গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

১১ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) কাজী রুবাইয়াত রুমী জানান, ২ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভারতীয় কিশোরীটিকে টঙ্গী পশ্চিম থানা এলাকায় রাখা হয়েছে। এই খবরে বিকেল সাড়ে চারটার দিকে টঙ্গীর আউচপাড়া এলাকায় অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করা হয়। এ সময় কৌশিককে গ্রেপ্তার করা হয়। পরে এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা হয়।