বঙ্গবন্ধু হত্যার রায়ের মাধ্যমে দেশের বিচারহীনতার সংস্কৃতি দূর হয়েছে জানিয়ে এ বিষয়ে বিচারপতিদের দৃঢ়তার প্রশংসা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্রুত বিচার নিশ্চিতে একাধিক ট্রাইব্যুনাল স্থাপন হয়েছে জানিয়ে জনগণের ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের প্রতিও আহ্বান জানান তিনি।

সোমবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের ৫৯তম সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। খবর ইন্ডিপেনডেন্ট অনলাইনের।

জাতির পিতার পরিবার এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা মানবাধিকার থেকে সবচেয়ে বেশি বঞ্চিত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নানা চাপের মুখেও দেশে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও যুদ্ধাপরাধের বিচার হয়েছে।

তিনি আরও বলেন, প্রযুক্তির ব্যবহারে জঙ্গিবাদ ও সন্ত্রাসের ধরন পাল্টে যাচ্ছে। বিচার বিভাগের সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকারের নানা উদ্যোগের ওপরও আলোকপাত করেন তিনি।

দেশের মানুষের দ্রুত ও ন্যায় বিচার নিশ্চিতের ওপর জোর দিয়ে বিচার বিভাগের উন্নয়নে কাজ করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।