শেরপুরের নালিতাবাড়ীতে ‘ফাতেমা রানী তীর্থোৎসব’ পরিদর্শনে পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। ছবি: বাংলাদেশ পুলিশ

শেরপুরের নালিতাবাড়ী থানায় চলছে খ্রিস্ট ভক্তদের দুদিনব্যাপী ফাতেমা রানী তীর্থোৎসব। এই আয়োজনে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। শুধু তা-ই নয়, রাতের আঁধারে তীর্থোৎসব পরিদর্শন করেছেন শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।

জেলা পুলিশ জানায়, নালিতাবাড়ী থানার বারোমারী সাধু লিওর ধর্মপল্লিতে চলছে ফাতেমা রানী তীর্থোৎসব।

শেরপুরের নালিতাবাড়ীতে ‘ফাতেমা রানী তীর্থোৎসব’ পরিদর্শনে পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। ছবি: বাংলাদেশ পুলিশ

নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপন নিশ্চিত করতে রাতের আঁধারে বারোমারী মিশনের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।

এ সময় তিনি তীর্থযাত্রী ও পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে সার্বিক নিরাপত্তা বিষয়ে খোঁজখবর নেন।

ফাতেমা রানী তীর্থোৎসবে ভক্তরা। ছবি: বাংলাদেশ পুলিশ

এ সময় শেরপুর পুনাক সভানেত্রী সানজিদা হক মৌ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তীর্থোৎসব পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পুলিশ সুপার। ছবি: বাংলাদেশ পুলিশ