মৌলভীবাজার ডিবির অভিযানে আটক ছয়জন। ছবি: বাংলাদেশ পুলিশ

মৌলভীবাজার জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে বিকাশ প্রতারক চক্রের ছয়জনকে আটক করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার ডিবির অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে পৌরসভার সৈয়ারপুর এলাকার লন্ডনী হারুন মিয়ার মালিকানাধীন হারুন মঞ্জিলের ষষ্ঠ তলার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ছয়জন হলেন টিটুল মোল্লা টিটু (৩৬), রুবেল শেখ (৩১), সবুজ হাওলাদার (২৯), হৃদয় শেখ (২০), সাজ্জাদ হোসেন (২৫) ও হাসান খালাশি (২১)।

আটক ব্যক্তিদের কাছ থেকে বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোনসহ ২১টি সচল মোবাইল সেট এবং ৬ হাজার ৩৯০ টাকা জব্দ করা হয়েছে। এ ছাড়া তাঁদের কাছ থেকে বিভিন্ন স্কুল-কলেজের উপবৃত্তিভোগী শিক্ষার্থী এবং বয়স্ক ভাতা ভোগীদের মোবাইল নম্বরসহ ১২ পাতার একটি তালিকা জব্দ করা হয়েছে, যে তালিকা থেকে তাঁরা ভিকটিমদের কল দিয়ে প্রতারণা করতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন।

আটক ব্যক্তিদের নামে মামলা প্রক্রিয়াধীন। তাঁদের আরও সহযোগী আছে, যাঁদের আটকের চেষ্টা চলছে।

আজ বুধবার দুপুরে মৌলভীবাজারের পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সম্মেলনকক্ষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসপি মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)।