বিএমপির মাসিক প্রশাসনিক সভায় সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার জিহাদুল কবির বিপিএম, পিপিএম। ছবি : বাংলাদেশ পুলিশ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাসিক প্রশাসনিক সভা সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে অনুষ্ঠিত হয়েছে।

বিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার জিহাদুল কবির বিপিএম, পিপিএম।

সভায় বিএমপির প্রশাসনিক কার্যক্রমকে আরও জবাবদিহিতামূলক, স্বচ্ছ ও ত্বরান্বিত করতে সংশ্লিষ্টদের বিভিন্ন দিক-নির্দেশনা দেন বিএমপি কমিশনার। এ ছাড়া দাপ্তরিক কাজ যথাসময়ে সম্পন্ন করতে নির্দেশনা দেন তিনি।

বিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) হাসান মো. শওকত আলী, উপপুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মোহাম্মদ নজরুল হোসেন, উপপুলিশ কমিশনার (ডিবি) মো. জুলফিকার আলী হায়দার, উপপুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. আলী আশরাফ ভূঞা বিপিএম (বার), উপপুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত পিপিএম (বার), উপপুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস অ্যান্ড প্রসিকিউশন) খান মুহাম্মদ আবু নাসের এবং বিএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন।