মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন বিএমপির উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভুঞা বিপিএম (বার)। ছবি : বাংলাদেশ পুলিশ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দক্ষিণ বিভাগের মাসিক অপরাধ পর্যালোচনা সভা শনিবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে অনুষ্ঠিত হয়েছে।

বিএমপি হেডকোয়ার্টার্স সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএমপির উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভুঞা বিপিএম (বার)।

সভায় গত মাসের অপরাধ তথ্য পর্যালোচনা করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক উদ্ধার, তদন্তাধীন মামলা দ্রুত নিষ্পত্তি এবং জঙ্গিবাদসংক্রান্ত আগাম তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

অতিরিক্ত উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি থানা) সীমা খানম, সহকারী পুলিশ কমিশনার (বন্দর থানা) প্রণয় রায় প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।