প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ এপিবিএনের কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) আবু আহাম্মদ আল মামুন। ছবি : বাংলাদেশ পুলিশ

বরিশাল ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের আয়োজনে নায়েক ও কনস্টেবলদের জন্য এক সপ্তাহব্যাপী দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধন করেছে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বরিশাল।

শনিবার (৭ অক্টোবর) ১০ এপিবিএন পুলিশ লাইনসে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ এপিবিএনের কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) আবু আহাম্মদ আল মামুন।

কমান্ডিং অফিসার বলেন, প্রশিক্ষণ হচ্ছে একটি চলমান ও লার্নিং প্রক্রিয়া, যার মাধ্যমে আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন হয়।

তিনি আরও বলেন,প্রশিক্ষণ মূলত একটি ওয়েলকামিং প্রক্রিয়া, যার উদ্দেশ্য হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধি, দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। প্রশিক্ষণের ফলে প্রশিক্ষণার্থীদের জ্ঞান, দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধি পায়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পুলিশ সুপার (অ্যাডজুটেন্ট) মো. মাহমুদুল হাসান চৌধুরী। এ ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম) নাসরিন জাহান, ১০ এপিবিএনের পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষকবৃন্দ ও প্রশিক্ষণার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।