এসএমপির পক্ষ থেকে এক ব্যক্তিকে ওষুধ দেওয়া হচ্ছে। ছবি : বাংলাদেশ পুলিশ

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের চিকিৎসাসেবায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উদ্যোগে ফ্রি ভাসমান মেডিকেল ক্যাম্প করা হয়েছে।

রোববার (২৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সিলেটের জালালাবাদ থানাধীন বাদাঘাট এলাকার বন্যার্তদের চিকিৎসাসেবা দেওয়া হয়।

এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে পরীক্ষা-নিরীক্ষা করছেন চিকিৎসক। ছবি : বাংলাদেশ পুলিশ

ফ্রি ভাসমান মেডিকেল ক্যাম্পের আওতায় ভয়াবহ বন্যায় পানিবাহিত এবং বিভিন্ন রোগাক্রান্ত মানুষকে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ করা হয়।
এক শিশুর হাতে ওষুধ তুলে দিচ্ছেন চিকিৎসক। ছবি : বাংলাদেশ পুলিশ

এ সময় এসএমপি কমিশনার মো. নিশারুল আরিফ উপস্থিত ছিলেন। তিনি বলেন, মানবতার সেবায় এসএমপি সাধারণ মানুষের পাশে থেকে তাঁদের দুর্ভোগ লাঘবে কাজ করছে। ভবিষ্যতে আরও জরুরি চিকিৎসা এবং ওষুধ সরবরাহ করা হবে।
ফ্রি ভাসমান মেডিকেল ক্যাম্পের জন্য ব্যবহৃত নৌকা। ছবি : বাংলাদেশ পুলিশ

এসএমপির উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম, এসএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, জালালাবাদ থানার ওসি নাজমুল হোসেনসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।