পুলিশি হেফাজতে আসামিরা এবং জব্দ করা রামদা। ছবি : বাংলাদেশ পুলিশ

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি থানা-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ইঞ্জিনচালিত ট্রলার ও ২৩টি রামদা জব্দ করা হয়।

রোববার (২৩ জুলাই) নগরীর কোতোয়ালি থানাধীন চরমোনাই ইউনিয়নের কীর্তনখোলা নদীর পাড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. মেহেদী হাসান (২৭), মো. আরিফ হোসেন (২০), মো. নাঈম মোল্লা (১৯) ও মো. সুমন বেপারী (১৯)। তবে আসামি মো. মামুন (১৯) ও মো. বাসু (১৯) ঘটনাস্থলে থেকে পালিয়ে যান। তাঁদের প্রত্যেকের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ থানা এলাকায়।

কোতোয়ালি থানা-পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।