বিএমপির এয়ারপোর্ট থানার রায়পাশা কড়াপুর ইউপি কার্যালয়ে বিটভিত্তিক ওপেন হাউজ ডেতে উপস্থিত পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টরা। ছবি: বিএমপি

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানাধীন রায়পাশা কড়াপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে বিটভিত্তিক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ কার্যক্রম শুরু হয়।

ওপেন হাউজ ডেতে প্রধান অতিথি ছিলেন বিএমপি কমিশনার সাইফুল ইসলাম বিপিএম-বার।

তিনি শিশু-কিশোরদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য অভিভাবকদের আরও বেশি দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানিয়ে বলেন, ‘আপনার সন্তান বাসা থেকে বের হয়ে কোথায় যাচ্ছে, কার সাথে চলাফেরা করছে, নিয়মিতভাবে স্কুল-কলেজে যাচ্ছে কি না, রাত করে বাড়ি ফেরে কি না, পিতা-মাতা হিসেবে এগুলো দেখা আপনাদের নৈতিক দায়িত্ব। অভিভাবকদের সচেতনতাই পারে কোমলমতি শিশু-কিশোরদের চলার পথকে বহুলাংশে মসৃণ করতে।’

পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রয়াসে আয়োজিত ওপেন হাউজ ডের শুরুতেই উপস্থিত ভুক্তভোগী ও সেবাপ্রত্যাশী জনসাধারণ নানান বিষয়ে তাঁদের মতামত ও সমস্যার কথা তুলে ধরেন। প্রধান অতিথি অত্যন্ত গুরুত্ব দিয়ে সব সমস্যা শুনে সমাধানের নির্দেশনা দেন।