মানব পাচার প্রতিরোধে কেএমপিতে আয়োজিত সভায় উপস্থিত পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টরা। ছবি: কেএমপি

মানব পাচার প্রতিরোধে সভা অনুষ্ঠিত হয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর দপ্তরে।

জাস্টিস অ্যান্ড কেয়ারের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ সভা হয়।

সভায় উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত কমিশনার (এঅ্যান্ডও) সরদার রকিবুল ইসলাম বিপিএম, উপকমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, উপকমিশনার (সদর) মোহাম্মদ আনোয়ার হোসেন, উপকমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান বিপিএম, উপকমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম এবং জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার এ.বি.এম মহিদ হাসান এবং নারী ও শিশু নির্যাতন ও মানব পাচার মামলার তদন্ত কর্মকর্তারা।