পুলিশি হেফাজতে তিন আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

আন্তজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানার একটি দল। এ সময় তাঁদের কাছ থেকে জব্দ করা হয় ৮০ লাখ টাকার সিগারেট ও একটি ট্রাক।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে বিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে বিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম বিপিএম (বার) জানান, গাজীপুর নগরী থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন পটুয়াখালীর গলাচিপা থানা এলাকার ইয়াকুব (৪০) ও রুবেল ঢালী (২৭) এবং বরগুনার আমতলী থানা এলাকার মো. মুছা (১৯)। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে কথা বলছেন বিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম বিপিএম (বার)। ছবি : বাংলাদেশ পুলিশ

বিএমপি কমিশনার জানান, ১৩ আগস্ট রাতে নগরীর এয়ারপোর্ট থানাধীন প্রতাপপুর এলাকায় জাপান টোব্যাকো লিমিটেডের (জেটিআই) গোডাউনে ডাকাতি হয়। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা করা হয়। তদন্তের একপর্যায়ে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সহযোগিতায় তাঁদের গ্রেপ্তার করা হয়।

ডাকাতিতে জড়িত অপর আসামিদের গ্রেপ্তার এবং বাকি মালপত্র উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।