গোল উদযাপন বায়ার্ন ফুটবলারদের, পাশে হতাশ বার্সার লেভানদোভস্কি। ছবি : সংগৃহীত

বায়ার্ন মিউনিখের মুখোমুখি হলেই যেন খেই হারিয়ে ফেলে বার্সেলোনা। গত কয়েক দিন চমৎকার ফুটবল খেললেও বায়ার্নের বিপক্ষে মলিন দেখিয়েছে বার্সাকে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাতে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনাকে ২-০ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখ।

মিউনিখের আলিয়াঁজ অ্যারেনায় ফরাসি ডিফেন্ডার লুকাস হার্নান্দেজের কর্নার থেকে হেডের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। কিন্তু তিন মিনিট পরেই লেরয় সানের দুর্দান্ত চিপের গোলে ব্যবধান দ্বিগুণ করে বায়ার্ন।

ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল বার্সা। কিন্তু লেভানদোভস্কির ভুলে গোল পায়নি সফরকারীরা। শেষ পর্যন্ত ২-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় জাভির শিষ্যদের। আগামী ২৬ অক্টোবর ফিরতি ম্যাচে ক্যাম্প ন্যু সফরে আসবে বায়ার্ন।

গ্রুপ সির আরেক ম্যাচে ভিক্টোরিয়া প্লাজেনকে ২-০ ব্যবধানে পরাজিত করেছে ইন্টার মিলান।