টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা পাকিস্তান সেমিফাইনালেই বিদায় নিয়েছে। তাই বাংলাদেশ সফরে আসার সময়ও এগিয়ে আনে তারা। আজ শনিবার সকালে শোয়েব মালিক-বাবর আজমরা দুবাই থেকে সরাসরি ঢাকায় এসেছেন। তিন ম্যাচ টি-টোয়েন্টি এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে পাকিস্তান দল।

জানা গেছে, বিমানবন্দরে অবতরণ করে সরাসরি টিম হোটেলে অবস্থান করবে পাকিস্তান দল। করোনা টেস্টে নেগেটিভ এলে কাল রোববার থেকে অনুশীলন শুরু করবেন পাকিস্তানের ক্রিকেটাররা। আগামী মঙ্গলবার পর্যন্ত সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত মিরপুর অনুশীলন করবেন তাঁরা। এ ছাড়া বৃহস্পতিবার ফ্লাডলাইটের নিচে অনুশীলন করার কথা রয়েছে পাকিস্তানের।

১৯, ২০ ও ২২ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি। ২৬ থেকে ৩০ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। আর ৪ থেকে ৮ ডিসেম্বর শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়। সূত্র: কালের কণ্ঠ।