প্রতীকী ছবি

বান্দরবানের রুমা উপজেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে র‌্যাবের গুলি বিনিময় হয়েছে। অভিযানে প্রশিক্ষণরত পাঁচ জঙ্গিকে আটক করেছেন র‍্যাব। খবর কালের কণ্ঠের।

র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন আজ মঙ্গলবার দুপুরে থানচিতে স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রাথমিক ব্রিফিংয়ে জানানো হয়, আগামীকাল বুধবার সকালে বান্দরবানে অবস্থিত র‌্যাব লিয়াজোঁ ক্যাম্পে বিস্তারিত তথ্য জানানো হবে।

র‌্যাবপ্রধান হোসেন জানান, এই গোলাগুলির ঘটনায় ৮/৯ জন র‌্যাব সদস্য আহত হয়েছেন। তবে তাঁদের অবস্থা তেমন গুরুতর নয়।

মঙ্গলবার সকাল ৯টা থেকে রুমা উপজেলার রেমাক্রি-প্রাংশা ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী ধুলীচান ম্রো পাড়া এলাকায় র‌্যাবের একটি টহল দলকে লক্ষ্য করে গুলি বিনিময়ের এ ঘটনা ঘটে।

র‌্যাব জানিয়েছে, বান্দরবানের বিভিন্ন দুর্গম অঞ্চলে প্রশিক্ষণরত জঙ্গিদের আটক করার অভিযান চালানো হয়। ওই সময় একটি উঁচু পাহাড় থেকে নবগঠিত জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ এবং স্থানীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘কুকিচিন ন্যাশন্যাল ফ্রন্ট’-এর সদস্যরা অতর্কিতভাবে র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়।

র‌্যাব মহাপরিচালক জানান, অভিযান এখনো অব্যাহত আছে। সব জঙ্গিকে আটক না করা পর্যন্ত অভিযান চলবে।