১০১ রানে অপরাজিত ছিলেন বাটলার। ছবি: সংগৃহীত

এবারের আসরে প্রথম সেঞ্চুরিয়ান জশ বাটলারের দুর্দান্ত ইনিংসের সুবাদে প্রথম দল হিসেবে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড।

সুপার টুয়েলভে গ্রুপ-১-এর ম্যাচে সোমবার ২৬ রানে শ্রীলঙ্কাকে হারিয়েছে দলটি। খবর বাসসের।

এবারের বিশ্বকাপে এবং সংক্ষিপ্ত ভার্সনে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে ১০১ রানে অপরাজিত থাকেন বাটলার।

টানা চার জয়ে ৪ খেলায় ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ-১-এ টেবিলের শীর্ষে থেকে সেমির টিকিট পায় ইংল্যান্ড। আর ৪ খেলা শেষে ১ জয় ও ২ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থাকায় সেমিফাইনালের আশা একরকম শেষই হয়ে গেল শ্রীলঙ্কার। ৩ ম্যাচ শেষে ৪ করে পয়েন্ট নিয়ে সেমির দৌড়ে আছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

শারজাহতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড ২০ ওভারে ৪ উইকেটে ১৬৩ রান করে। জবাবে ১৯ ওভারে ১৩৭ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।