বাংলাদেশ ও আফগানিস্তান দলের ক্রিকেটাররা। ছবি: সংগৃহীত

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু করতে চায় বাংলাদেশ ক্রিকেট দল।

বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়া ম্যাচটি সরসারি দেখাবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি-স্পোর্টস ও নাগরিক টেলিভিশন। খবর বাসসের।

ইতোমধ্যে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে এশিয়া কাপের মিশন শুরু করেছে আফগানিস্তান। জয়ের ব্যবধানের চেয়ে বড় বিষয় ছিল শ্রীলঙ্কার বিপক্ষে পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছে আফগানিস্তান। লঙ্কানদের বিপক্ষে আফগানদের এমন জয় বাংলাদেশের জন্য সতর্কবার্তা।

আফগানিস্তানের এমন জয়ে মোটেও বিচলিত নয় বাংলাদেশ। সাকিব আল হাসানের অধিনায়কত্বে দল হিসেবে পারফর্ম করে নিজেদের লক্ষ্য অর্জনে বদ্ধপরিকর এখন টাইগাররা।

আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের চিত্র উঠে এসেছে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের মুখে। তিনি বলেন, ‘কে ভালো দল তা মাঠেই প্রমাণিত হবে।’

তিনি আরও বলেন, ‘সব বিভাগে সবাই যখন ভালো খেলে স্বাভাবিকভাবেই আমরা ম্যাচ জিতি। নিজেকে প্রমাণে দলের সবাই ভালো অবস্থায় আছে। তাই আমরা ভালো ফলের ব্যাপারে আশাবাদী।’