শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সুপার টুয়েলভ। ছবি: সংগৃহীত

সুপার টুয়েলভ শুরুর আগেই ধাক্কা খেল শ্রীলঙ্কা। রোববার সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ইনজুরির কারণে মহেশ থিকসানাকে পাচ্ছে না শ্রীলঙ্কা।

সাইড স্ট্রেইন ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার এ স্পিনার। খবর বাসসের।

বাছাই পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ের ম্যাচে ইনজুরিতে পড়েন থিকসানা। ম্যাচে এক ওভার বল করেই মাঠ ছাড়েন তিনি। এক ওভারেই ৩ রানে ২ উইকেট পান তিনি। পরে তাঁর বদলি হিসেবে নামেন ধনঞ্জয়া ডি সিলভা।

থিকসানার ইনজুরি নিয়ে শ্রীলঙ্কার ব্যাটার ভানুকা রাজাপাকসে বলেন, ‘ফিজিও জানিয়েছেন, খুব সম্ভবত পরের ম্যাচে তাকে দলের বাইরে রাখতে হবে। তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না দল এবং বাকি টুর্নামেন্টের জন্যও হারাতে চায় না। এই মুহূর্তে আমি বলতে পারি, যতটুকু জানি বাংলাদেশের বিপক্ষে সে খেলছে না।’