ছবি : সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজ দলে রয়েছেন ক্রিস গেইল, এভিন লুইস, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেলদের মতো ক্রিকেটার। যাঁরা মুহূর্তেই কুপোকাত করতে পারে যেকোনো দলকে। আর যদি মাঠের আকৃতি ছোট হয়, তাহলে তো কথাই নেই।

তাই শারজাহ স্টেডিয়ামের ‘ছোট মাঠ’ নিশ্চিতভাবেই ভোগান্তির কারণ হয়ে উঠতে পারে বাংলাদেশ দলের জন্য। কিন্তু ছোট মাঠ নিয়ে ভাবছে না ওয়েস্ট ইন্ডিজ। খবর দ্য ডেইলি স্টারের।

আজ শুক্রবার (২৯ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

নিজেদের সামর্থ্য দিয়েই বাংলাদেশকে হারাতে চান বলে জানিয়েছেন ক্যারিবিয়ান দলের উইকেটরক্ষক ব্যাটার নিকোলাস পুরান। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘হ্যাঁ, আমার মনে হয় অবশ্যই আমাদের ঘুরে দাঁড়ানোর দারুণ সুযোগ এটা। আমরা জানি না শারজাহতে আগামীকাল কেমন খেলা হবে। তবে আমাদের ফোকাস ছোট বাউন্ডারিতে থাকছে না। আমরা আমাদের স্কিলের সঠিক ব্যবহার করতে চাই। এবং এটা করতে পারলে ফল এমনিতেই আমাদের পক্ষে আসবে।’

তিনি বলেন, ‘তাই, আমরা ছোট বাউন্ডারি নিয়ে সত্যিই বলতে পারছি না এবং আমরা নেমেই ছক্কা মারতে পারব কি না। আমরা দল হিসেবে আগ্রাসী হতে চাই। আমরা এটা বলতে পারছি না। কাল মাঠে গিয়েই উইকেট ও পরিস্থিতি দেখে যত দ্রুত সম্ভব আমরা ম্যাচের পরিকল্পনা নির্ধারণ করব এবং ভালো স্কোর সংগ্রহ করার চেষ্টা করব।’

বাংলাদেশ দলের উইকেটরক্ষক নুরুল হাসান সোহান বলেছেন, ‘অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ ভালো টিম। সবাই পাওয়ারফুল, সেটা নিয়ে আমাদের মিটিংয়ে কথা হয়েছে। তবে আমরা যেন বেসিকগুলো করতে পারি, সেটা নিয়েই ভাবছি।’

আজকের এ ম্যাচ দুই দলের জন্যই অস্তিত্ব রক্ষার লড়াই। কারণ, নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে গেছে দুই দলই। সেমিফাইনালের দৌড়ে এ ম্যাচ শেষে টিকে থাকবে শুধু একটি দল।