২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবরে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ।

মঙ্গলবার (২৬ জুলাই) এ সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ইংল্যান্ডের বার্মিংহামে চলমান বার্ষিক বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়েছে। খবর সমকালের।

বিশ্বকাপে মোট ১০টি দল অংশ নেবে। আসরে ম্যাচ হবে ২৩টি।

২০২৫ সালে নারীদের ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে। ইংল্যান্ড থাকবে ২০২৬ সালে অনুষ্ঠেয় মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাগতিক দেশ। শ্রীলঙ্কা যদি বাছাইপর্বের বাধা পেরিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে পারে, তাহলে ২০২৭ সালে সেখানে আয়োজিত হবে নারীদের চ্যাম্পিয়ন্স ট্রফি।