ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) মঙ্গলবার দুপুরে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে ব্রিফিং করেন। ছবি: বাংলাদেশ পুলিশ

ঢাকা মহানগরবাসীর নিরাপদ ঈদ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতের অংশ হিসেবে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স পরিদর্শন ও মার্কেটকেন্দ্রিক ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।

আজ মঙ্গলবার দুপুরে মার্কেট পরিদর্শন শেষে ব্রিফিং করেন ডিএমপি কমিশনার।

ডিএমপিপ্রধানের যাতায়াতের সময় সড়কে যানবাহন নিয়ন্ত্রণ ও সুষ্ঠু পার্কিং ব্যবস্থাপনার লক্ষ্যে ট্রাফিক তেজগাঁও বিভাগের উপকমিশনার (অতিরিক্ত উপমহাপরিদর্শক) মোস্তাক আহমেদ দিকনির্দেশনা দেন। অতিরিক্ত উপকমিশনার জাহাঙ্গীর আলমের সার্বিক তত্ত্বাবধানে ট্রাফিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করেন তেজগাঁও জোনের সহকারী কমিশনার স্নেহাশিষ দাস।

হাবিবুর রহমান ট্রাফিক তেজগাঁও বিভাগের মার্কেটকেন্দ্রিক ট্রাফিক ব্যবস্থাপনা দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং এই ধারা ঈদ পর্যন্ত অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে দিকনির্দেশনা দেন।