সিলেট জেলা স্টেডিয়ামে বেলুন উড়িয়ে বিজয় দিবসের কার্যক্রম উদ্বোধন করেন অতিথিবৃন্দ। ছবি : বাংলাদেশ পুলিশ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করেছে সিলেট জেলা পুলিশ।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে শহীদ মিনার ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও গৌরবের স্মৃতি ৭১-এ ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়।

পরে জেলা স্টেডিয়ামে সম্মিলিত প্যারেডে অংশ নেয় জেলা পুলিশের চৌকস দল। প্যারেডে সিলেটের বিভাগীয় কমিশনার, সিলেট রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক ও পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন অভিবাদন গ্রহণ করেন।

বিকেলে সিলেট জেলা পুলিশ লাইনসের হলরুমে সিলেট জেলার পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণকে সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম।

পুলিশ সুপারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে ৩২ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

সন্ধ্যায় জেলা পুলিশ লাইনসের বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম শামসুল হক মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া র‌্যাফল ড্র অনুষ্ঠানে বিজয়ী পুলিশ সদস্যগণের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।