শিশু তফাজ্জল ও শুভ। ছবি: সংগৃহীত

নির্বাচনী সহিংসতায় গুলির স্প্লিন্টারবিদ্ধ হয়ে আহত হয়েছিল শিশু তফাজ্জল ও শুভ। তাদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে পুলিশ। এরই মধ্যে এই দুই শিশুর একজনকে রাজধানীর আগারগাঁওয়ে চক্ষু হাসপাতালে নেওয়া হয়েছে। চলছে পরীক্ষা-নিরীক্ষা। খবর কালের কণ্ঠের।

শিশু তফাজ্জল ও শুভর বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে।

শিশু তফাজ্জলের মা জ্যোৎস্না বেগম জানান, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের মিয়া সশরীরে এসে তফাজ্জলের খোঁজখবর নেন এবং ময়মনসিংহ পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশে ছেলেকে নিয়ে ঢাকায় চিকিৎসা করানোর কথা বলেন। এ জন্য যা ব্যয় হবে, তা বহন করবেন পুলিশ সুপার। পরে ১৯ ফেব্রুয়ারি (শনিবার) সকালেই ঢাকায় নেওয়া হয় ছেলেকে।

অন্যদিকে একই এলাকায় আহত আরেক শিশু শুভর চিকিৎসার ব্যাপারেও খোঁজখবর নেন ঈশ্বরগঞ্জ থানার ওসি। তিনি শুভর পরিবারকেও আশ্বাস দেন, তার চিকিৎসা হবে। তাকেও সহযোগিতা করা হবে।

ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ওই দুই শিশুকে প্রয়োজনীয় রক্ত দেওয়া হয়েছে। তফাজ্জলের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করা হচ্ছে। সম্পূর্ণ চিকিৎসা করাতেও পুলিশ সুপারের সহযোগিতা থাকবে।