বরিশালে নৌ পুলিশের অভিযানে জব্দ জাটকা অসহায়দের মধ্যে বণ্টন করা হয়। ছবি: বাংলাদেশ পুলিশ

বরিশালে নৌ পুলিশ অভিযান চালিয়ে ৭ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে।

মেঘনা নদী ও এর বিভিন্ন শাখায় এসব অভিযান পরিচালিত হয় বলে ২ মে (মঙ্গলবার) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে নৌপুলিশ।

নৌ পুলিশ জানায়, বরিশাল সদর নৌ থানার সদস্যরা মেঘনা নদীর বিভিন্ন শাখায় অভিযান পরিচালনা করে ভাসমান ও পাতানো অবস্থায় আনুমানিক ৭ লাখ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন। এসব জালের আনুমানিক দাম ২ কোটি ২৫ লাখ টাকা। অভিযানে ১৪০ কেজি জাটকাও জব্দ করা হয়েছে। এসব মাছের আনুমানিক দাম ৪৯ হাজার টাকা।

পরে উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দ করা মাছ অসহায়দের মাঝে বন্টন করা হয়।