গ্রেপ্তার ছিনতাইকারীরা। ছবি : যুগান্তর

কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে আসা এক পর্যটককে ছুরিকাঘাত করে ক্যামেরা ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ। ছিনতাই হওয়া ক্যামেরাটিও উদ্ধার করা হয়েছে। খবর যুগান্তরের।

গ্রেপ্তার চারজন হলেন ইফতেখার হোসেন নাবিল, ইয়াসিন, মো. রুবেল ও মো. ইব্রাহিম ওরফে সাগর।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম শনিবার (২৭ আগস্ট) দুপুরে বলেন, বন্ধুদের সঙ্গে কক্সবাজারে এসে ২৩ আগস্ট ভোরে ঘুরতে বের হন সুমন নামের এক পর্যটক। এ সময় তিনি সুগন্ধা পয়েন্টের হান্ডি রেস্টুরেন্টের সামনে সাতজনের একদল ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ডিএসএলআর ক্যামেরাটি ছিনিয়ে নিয়ে যায়। ছুরিকাঘাতে আহত ওই পর্যটককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায় ট্যুরিস্ট পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ছিনতাইকারীরা ঘটনাস্থলে তাদের একটি মুঠোফোন ফেলে যায়। সেই মুঠোফোনের সূত্র ধরে ছিনতাইকারী নাবিলকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে আরও তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

ছিনতাইয়ের শিকার পর্যটকের এক বন্ধু কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেছেন। ঘটনায় জড়িত অন্য তিন ছিনতাইকারীকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।