বন্ধ করা হয়েছে অনিবন্ধিত ১৭৮টি নিউজ পোর্টাল। মঙ্গলবার (১২ অক্টোবর) থেকে এসব অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।। খবর দ্য ডেইলি স্টারের।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে অনিবন্ধিত নিউজ পোর্টালগুলোর একটি তালিকা পেয়েছি। সেগুলো বন্ধ হওয়ার কথা।’
তিনি আরও বলেন, ‘অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ করতে হাইকোর্ট আমাদের নির্দেশ দিয়েছেন।’

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনিবন্ধিত পোর্টাল হিসেবে যে নামগুলো পাঠিয়েছে, তা বন্ধ করা হয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, ১০ অক্টোবর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ দেলোয়ার হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে একটি নিউজ পোর্টাল বন্ধ না করে চালু রাখারও অনুরোধ করা হয়।

এর আগে (২৮ সেপ্টেম্বর) অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রক্রিয়া শুরু করে বিটিআরসি। কিন্তু সে সময় ভুলের কারণে নিবন্ধিত কয়েকটি অনলাইনও বন্ধ হয়ে যায়।