জব্দ করা চোলাই মদসহ গ্রেপ্তার হওয়া মাদক কারবারি। ছবি : আরএমপি নিউজ

রাজশাহী মহানগরীতে দেশীয় তৈরি ৪১ দশমিক ৬ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। খবর আরএমপি নিউজের।
গ্রেপ্তার আসামি হলেন মো. রুবেল শেখ (৫৫), তিনি রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্বপাড়া এলাকার বাসিন্দা।

অপরাধমুক্ত ও মাদক চোরাচালান নির্মূল করতে রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মো. আবু কালাম সিদ্দিকের নির্দেশে কাজ করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে একটি দল মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলেন।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্বপাড়ার হক সাহেব তাঁর বাড়িতে চোলাই মদ বিক্রি করছেন। সেই সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামি মো. রুবেল শেখকে গ্রেপ্তার করে। অপর আসামি রুবেলের ছেলে হক সাহেব পালিয়ে যান।
গ্রেপ্তারকৃত আসামি রুবেলের দেখানো মতে হক সাহেবের বাড়ির মাটির নিচে অভিনব কায়দায় রাখা দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মামলা হয়েছে।