গোল উদযাপন করছেন নেইমার ও এমবাপ্পে। ছবি : সংগৃহীত

লিগ ওয়ানের ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা কিলিয়ান এমবাপ্পের গোলে জয় পেয়েছে পিএসজি।

শনিবার (১ অক্টোবর) রাতে নিসের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়ে টেবিলের শীর্ষ স্থান ধরে রেখেছে পিএসজি। দলের হয়ে ফ্রি কিক থেকে প্রথম গোল করেন লিওনেল মেসি।

এদিন মূল একাদশে ছিলেন না এমবাপ্পে। মূলত বেনফিকার বিপক্ষে বুধবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচ সামনে রেখেই কোচ গালতিয়ার এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ইঙ্গিত মিলেছে।

এমবাপ্পের স্থানে কাল মাঠে নেমেছিলেন ২০ বছর বয়সী আরেক ফরাসি তরুণ হুগো একিটিকে। পিএসজির হয়ে একিটিকের এটাই মূল একাদশে প্রথম ম্যাচ।

পার্ক ডি প্রিন্সেসে অবশ্য ২৯ মিনিটে পিএজসিকে লিড এনে দিয়েছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টারের কার্লিং ফ্রি-কিকে লিড পায় ফরাসি চ্যাম্পিয়নরা।

বিরতির পরপরই ৪৭ মিনিটে গায়েটান লাবোরডে সফরকারী নিসের হয়ে সমতা ফেরান। ৫৯ মিনিটে একিটিকের পরিবর্তে মাঠে নামেন এমবাপ্পে। ম্যাচ শেষের ৭ মিনিট আগে এমবাপ্পে জয়সূচক গোলটি করেন। এ নিয়ে মৌসুমের অষ্টম গোল করলেন এমবাপ্পে। এর ফলে লিগ ওয়ানে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সতীর্থ নেইমারের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন এই ফরাসি তরুণ।