দণ্ডপ্রাপ্ত তিন যুবক। ছবি : বাসস

বগুড়া জেলার আদমদীঘিতে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় তিন যুবককে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় এই দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক। খবর বাসসের।

দণ্ডপ্রাপ্তরা হলেন নওগাঁ জেলার আত্রাই উপজেলার আন্দারকোটা গ্রামের সুমন (২০), আবু সাঈদ (১৯) ও তমাল (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার সান্তাহার ইউনিয়ন ছাতনী হেলালিয়া হাট এলাকায় প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল এক স্কুলছাত্রী। ফেরার পথে মোটরসাইকেলযোগে তিন বন্ধু ওই ছাত্রীর পথরোধ করে উত্ত্যক্ত করেন।

বিষয়টি দেখতে পেয়ে তিন যুবককে আটক করে এলাকাবাসী।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই তিন যুবককে আটক করে সান্তাহার পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।

পরে সান্তাহার পৌরসভা চত্বরে রাত ৮টায় ওই তিন যুবককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এরপর বিচারক তাঁদের ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন।