সিলেটের কদমতলী বাসস্ট্যান্ডে পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে ও সিলেট সিটি করপোরেশনের তত্ত্বাবধানে করোনাভাইরাস প্রতিরোধে আজ বুধবার থেকে পরিবহন শ্রমিক টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। ছবি: সিলেট মেট্রোপলিটন পুলিশ

সিলেটে মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ ও সিসিকের উদ্যোগে মোটর শ্রমিকদের কোভিড টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত এসএমপির কদমতলী বাসস্ট্যান্ডে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে ও সিলেট সিটি করপোরেশনের তত্ত্বাবধানে করোনাভাইরাস প্রতিরোধে পরিবহন শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের এক হাজার টিকা দেওয়া হয়েছে।
টিকা দেওয়ার সময় উপস্থিত ছিলেন এসএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ফয়সল মাহমুদ, এডিসি (ট্রাফিক) এ.বি.এম নায়হানুল বারী, এসি (ট্রাফিক) আতাহারুল ইসলাম তালুকদার, টিআই সুমন, জাহিদ হাসান লোভেলসহ ট্রাফিক বিভাগের অন্যান্য অফিসার ও ফোর্সরা।

টিকা কার্যক্রমে সার্বিক সহায়তা করেন সিলেট আন্তঃজেলা বাস শ্রামিক ইউনিয়নের সভাপতি হাজী মঈনুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল মঈন।