চট্টগ্রাম নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার মোবাইল চক্রের তিন সদস্য। ছবি: বাংলাদেশ পুলিশ

চট্টগ্রাম মহানগরীতে পবিত্র ঈদুল ফিতরের দিন ঈদ জামাত থেকে মুসল্লিদের মোবাইল ফোন সেট চুরি করা চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। তাদের কাছ থেকে ১৩টি চোরাই মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। ৮ মে (রোববার) সিএমপির কোতয়ালি থানা-পুলিশ অভিযানটি পরিচালনা করে।

গ্রেপ্তার আসামিদের নাম মারুফ হাসান (৩৬), মো. ইসমাইল প্রকাশ নিলয় (২৭) ও মো. মনছুর আলম (৪৪)।

সিএমপি জানায়, সিএমপির কোতয়ালি থানা এলাকায় জামিয়াতুল ফালাহ জামে মসজিদে ঈদ জামাদে আগত মুসল্লিদের পকেট থেকে সুকৌশলে মোবাইল সেট চুরি করে একটি চক্র। কোতয়ালি থানা-পুলিশের একটি দল থানা এলাকায় ৮ মে অভিযান পরিচালিনা করে চোরাই মোবাইল সেট কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে মারুফকে চারটি চোরাই মোবাইল সেটসহ গ্রেপ্তার করে। তাঁর দেওয়া তথ্য অনুসারে অভিযান চালিয়ে চারটি চোরাই মোবাইলসহ ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে পাঁচটি চোরাই মোবাইলসহ মনছুরকে গ্রেপ্তার করা হয়।