বগুড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ছবি: সংগৃহীত

বগুড়া সদর উপজেলায় শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে ৫২ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসন এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। খবর বাসসের।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে ‘ফার্মেন্টেড মিল্ক (দই)’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ এবং মোড়কে বিএসটিআইয়ের স্ট্যান্ডার্ড-সংবলিত লোগো ব্যবহার করেছিল ‘মেসার্স ক্ষিরসাপাতা দই ঘর’ ও ‘মেসার্স এনাম দই ঘর’। থানা মোড় এলাকার দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এর আগে রাজাবাজার এলাকায় বাজার মনিটরিংয়ে সঠিক পরিমাপ ও মূল্যতালিকা না থাকায় এবং বেশি দামে পণ্য বিক্রি করায় ৬ জন সবজি বিক্রেতাকে মোট ২ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়িদুর রহমান ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন। বিএসটিআই জেলা অফিস পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা ওই সময় উপস্থিত ছিলেন।