ছেলের সঙ্গে পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটার সরফরাজ। ছবি: সংগৃহীত

স্বাভাবিকভাবেই প্রত্যেক ক্রীড়াবিদের স্বপ্ন থাকে, তাঁর সন্তানও যেন ক্রীড়াবিদ হন। কিন্তু পাকিস্তানের সাবেক ও আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিজয়ী অধিনায়ক সরফরাজ আহমেদ সেটা চান না। খবর বাসসের।

সরফরাজ বলেন, ‘আমি চাই না সে ক্রিকেটার হোক। একজন ক্রিকেটার হতে অনেক কিছু সহ্য করতে হয়েছে। আমি চাই না, আমাদের ছেলের ক্ষেত্রে এমনটা হোক।’

২০০৭ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে পথচলা শুরু হয় সরফরাজের। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তান অধিনায়ক হিসেবে দায়িত্ব পান সরফরাজ।

২০১৭ সালে ওয়ানডে ও টেস্টেরও দায়িত্ব পান তিনি। তাঁর নেতৃত্বে ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা ঘরে তোলে পাকিস্তান।

সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে দারুণ পারফরম্যান্স ছিল সরফরাজের। ৩৭টি টি-টোয়েন্টিতে তাঁর অধীনে ২৯টি জয় ও ৮টি হার ছিল পাকিস্তানের। আর ৫০টি ওয়ানডেতে ২৮টিতে জয় ও ২০টিতে পরাজয়। তবে টেস্টে অধিনায়ক হিসেবে ভালো করতে পারেননি সরফরাজ। ১৩ টেস্টে মাত্র ৪টিতে জয়, ৮টিতে হার ও ১টিতে ড্র করেছেন।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপে সরফরাজের অধীনে সেমিফাইনাল উঠতে ব্যর্থ হয় পাকিস্তান। এরপরই অধিনায়কত্ব হারান তিনি।