বগুড়ায় ডিবির আলাদা অভিযানে ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার হন। ছবি: পুলিশ নিউজ

বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) আলাদা অভিযানে ৬০০টি ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার হয়েছেন।

জেলার শেরপুর ও শাজাহানপুর থানা এলাকা থেকে বৃহস্পতিবার ও শুক্রবার তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

শেরপুর
বগুড়া ডিবির একটি দল শুক্রবার বেলা পৌনে দুইটার দিকে শেরপুর থানাধীন ছোনকা পশ্চিমপাড়া গ্রামে এনামুলের বসতবাড়ির দক্ষিণ পাশে অভিযান চালায়। ওই সময় ছোনকা হাই রোড থেকে ছোনকা গ্রামগামী পাকা রাস্তার (কলেজ রোড) ওপর থেকে রুবেল হোসেন ওরফে মনির হোসেনকে (২৮) গ্রেপ্তার করা হয়।

মনিরের বাড়ি সিরাজগঞ্জের সলঙ্গা থানার চকগোবিন্দপুর মধ্যপাড়া এলাকায়। তাঁর কাছ থেকে ৪০০টি হালকা গোলাপি রঙের ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বগুড়ার শেরপুর থানায় মামলা করা হয়েছে।

শাজাহানপুর
বগুড়া ডিবির একটি দল বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে জেলার শাজাহানপু্র থানাধীন নয়মাইল নামক স্থানের বিলচাপড়ীগামী রাস্তার মোড়ে অভিযান চালায়। ওই সময় সিএনজিস্ট্যান্ড থেকে ২০০টি ইয়াবাসহ সাবানা আক্তার ওরফে সাবাকে (৩৭) গ্রেপ্তার করা হয়।
সাবানার বাড়ি বগুড়ার শেরপুর থানার ঘোড়দৌড় এলাকায়। তাঁর নামে শাজাহানপুর থানায় মামলা করে আদালতে পাঠানা হয়েছে।