ফাঁসের দড়ি নিয়ে গাছের ডালে বসে থাকা এক ব্যক্তিকে উদ্ধারের তৎপরতা চলছে। ছবি: বাংলাদেশ পুলিশ

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক ব্যক্তি ফোন দিয়ে জানােনার পর ফাঁসির দড়ি নিয়ে গাছের ডালে বসে থাকা আত্মহত্যার চেষ্টাকারী এক ব্যক্তিকে উদ্ধার করেছে লালমনিরহাটের হাতিবান্ধা ফায়ার সার্ভিস।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বেলা তিনটায় এক ব্যক্তি লালমনিরহাটের হাতিবান্ধা থানাধীন দইখাওয়া আমঝোল ৮ নম্বর ওয়ার্ড থেকে ফোন করে জানান, তিনি নবনির্বাচিত ইউপি সদস্য। তাঁর ওই এলাকায় এক ব্যক্তি ফাঁসির দড়ি নিয়ে গাছের ডালে বসে আছেন। তাঁরা অনেক অনুরোধ করেছিলেন, কিন্তু ব্যক্তিটি কিছুতেই তাঁদের কথা শুনছেন না। উপরন্তু হুমকি দিচ্ছেন যে, কেউ যদি গাছে ওঠার চেষ্টা করে, তবে তিনি লাফ দেবেন।
৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি হাতিবান্ধা থানায় এবং হাতিবান্ধা ফায়ার সার্ভিসে জানিয়ে দ্রুত উদ্ধারের জন্য বলা হয়।

আত্মহত্যার চেষ্টা চালানো ওই ব্যক্তিকে গাছ থেকে নামিয়ে আনা হয়েছে। ছবি: বাংলাদেশ পুলিশ

খবর পেয়ে হাতিবান্ধা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল অবিলম্বে ঘটনাস্থলে যায়। পরে হাতিবান্ধা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের লিডার নূর আহমেদ সিদ্দিক ৯৯৯ কে ফোনে জানান, তাঁরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে গাছের ডালে দড়ি নিয়ে বসে থাকা ব্যক্তিটিকে (৪০) বুঝিয়ে তাঁরা গাছ থেকে তাঁকে নামিয়ে নিয়ে আসেন এবং পরে ওই ব্যক্তিকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বিভিন্ন পারিবারিক সমস্যায় হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যার চেষ্টা চালান বলে প্রাথমিকভাবে জানা গেছে।