কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় কৃষক দুলাল মিয়াকে হত্যার দায়ে এক নারীসহ ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সায়েদুর রহমান খান চার বছর আগের ওই খুনের মামলার রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের উত্তর ভুনা গ্রামের বাচ্চু মিয়া, ফেরদৌস মিয়া, সাদেক মিয়া, রুহুল আমিন, জুবায়ের ও মঞ্জু বানু। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) শাহ আজিজুল হক জানান, আসামিদের মধ্যে বাচ্চু মিয়া জামিনে পলাতক রয়েছেন। বাকিরা রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে এ মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।

এ ছাড়া যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক।

মামলার বরাতে পিপি বলেন, ২০১৭ সালের ২৬ জুন দুপুরে কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের উত্তর ভুনা গ্রামের বাসিন্দা কৃষক দুলাল মিয়াকে মারধর করেন আসামিরা। পরে ওই দিনই বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে ১০ জনকে আসামি করে কটিয়াদী থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ছানোয়ার হোসেন নয়জনকে আসামি করে ২০১৯ সালের ২২ মে আদালতে অভিযোগপত্র দিলে মামলার বিচারকাজ শুরু হয়।