পুলিশি হেফাজতে পাঁচ আসামি এবং জব্দ করা গাঁজা। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীর শাহবাগ এলাকা থেকে ৭০ কেজি গাঁজাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগ। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার (১৩ মে) ডিএমপি জানায়, শাহবাগ এলাকা থেকে আসামি মো. সোহেল রানা, মো. জাহাঙ্গীর আলম, মো. জাহিদ হাসান, বলরাম সাহা ও মো. তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়।

জব্দ করা প্রাইভেট কার। ছবি : বাংলাদেশ পুলিশ

গোয়েন্দা রমনা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার জাবেদ ইকবাল জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় প্রাইভেট কার, মোটরসাইকেলসহ পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়। প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে জব্দ করা হয় ৭০ কেজি গাঁজা।

জব্দ করা মোটরসাইকেল। ছবি : বাংলাদেশ পুলিশ

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর আশপাশের এলাকায় বিক্রি করার সময় জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আসামিরা। শাহবাগ থানায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।