পুলিশের হেফাজতে গ্রেপ্তার চোরাকারবারিরা। ছবি: বাংলাদেশ পুলিশ।

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১ কেজি ৮৬৫ গ্রাম ওজনের স্বর্ণের বারসহ তিন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে।

জেলা ডিবির অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল আলীমের নেতৃত্বে একটি চৌকস টিম ১২ মে রাতে জীবননগর থানা এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালানোর সময় গোপন সূত্রে সংবাদ পান যে, জীবননগর থানাধীন ঘোগরাগাছি গ্রামে কয়েকজন স্বর্ণের চোরাচালানকারী অবৈধ স্বর্ণের বার নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত রয়েছেন।

উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাত সাড়ে ৮ টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পান চোরাকারবারীরা এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করে স্বর্ণের বার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং হাসুয়া দিয়ে নিজেরা কোপাকুপি করছেন। ডিবি পুলিশের টিম ঘটনাস্থল হতে মো. মাজাহারুল ইসলাম খান পল্টু(৩২), মো. আছির উদ্দিন মাষ্টার(৪২) ও মো. শাহাবুদ্দিন খান (৪২) নামের তিন চোরাকারবারিকে গ্রেপ্তার করে। তাদের হেফাজত থেকে ১কেজি ৮৬৫ গ্রাম স্বর্ণের গলানো ফ্লাট বার,যার আনুমানিক মূল্য ১ কোটি ৫৬ লাখ ৭৩ হাজার ৮৭৫ টাকা।

গ্রেপ্তার চোরাকারবারিদের বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মামলা হয়েছে।