জব্দ করা গাঁজা। ছবি : ডিএমপি

রাজধানীর বনানী থানা এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) গুলশান বিভাগ। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

ডিএমপি জানায়, শনিবার (১১ জুন) বিকেলে বনানী থানার মহাখালী বাজার রোড থেকে আসামি মো. টিপু সরকার মিলন ও প্রাইভেট কারচালক মো. আল আমিন সরদারকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান জানান, প্রাইভেট কারে একটি গাঁজার চালান মহাখালীর দিকে আসছে, এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অবস্থান নেয় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছামাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন দুই আসামি। পরে ধাওয়া করে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।

জব্দ করা প্রাইভেট কার। ছবি : ডিএমপি

জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

আসামিদের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।