পুলিশি হেফাজতে জব্দ করা গাঁজা। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীর চকবাজার থানা এলাকা থেকে ১০০ কেজি গাঁজা ও ২০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

শনিবার (১৩ মে) রাতে চকবাজারের হোসনী দালান রোড থেকে আসামি মো. জহিরুল ইসলাম ওরফে জহির ও প্রাইভেট কারচালক সোহাগ আহম্মেদ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মোস্তফা কামাল পিপিএম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে চেকপোস্ট বসানো হয়। এক পর্যায়ে ওই প্রাইভেট কারটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাঁজা ও ফেনসিডিলসহ আসামিদের গ্রেপ্তার করা হয়।

জব্দ করা প্রাইভেট কার। ছবি : বাংলাদেশ পুলিশ

এই পুলিশ কর্মকর্তা জানান, কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে মাদক এনে ঢাকায় বিক্রির কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আসামিরা। চকবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।