ঘূর্ণিঝড় ‘মোখা’র ঝুঁকিতে থাকা এলাকা পরিদর্শন করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার)। ছবি: সিএমপি

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলার প্রস্তুতি দেখতে ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার)।

রোববার তিনি নগরীর পতেঙ্গা থানাধীন সি বিচ ও নেভাল এরিয়া পরিদর্শনে যান।

ওই সময় তিনি দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবিলায় সিএমপি গৃহীত বিভিন্ন প্রস্তুতির কথা তুলে ধরেন।

তিনি বলেন, আপৎকালীন পরিস্থিতি মোকাবেলায় সিএমপির ৭ হাজার সদস্য প্রস্তুত রয়েছেন। এ ছাড়া জরুরি প্রয়োজনে সাড়া দিতে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। যেকোনো প্রয়োজনে নগরবাসীকে সহযোগিতার জন্য ২৪ ঘণ্টা নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে।