সড়কে ভেঙে পড়া গাছ অপসারণে কেএমপির সদস্যরা। ছবি: বাংলাদেশ পুলিশ

বাংলাদেশের উপকূলে তাণ্ডব চালিয়েছে প্রবল ঘূর্ণিঝড় ‘রিমাল’। ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। এই অবস্থায় খুলনায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

ঘূর্ণিঝড়ের প্রভাবে খুলনা মহানগরীর হরিণটানা থানার সিটি বাইপাস সড়কের মোস্তফার মোড় থেকে জিরো পয়েন্টের মাঝামাঝি রোডে সড়কের ওপর গাছ ভেঙে পড়ে। দ্রুততম সময়ের মধ্যে এসব গাছ অপসারণ করে সড়ক চলাচলের উপযোগী করে তুলেছে কেএমপির হরিণটানা থানা-পুলিশের কুইক রেসপন্স টিম।

নগরীর দৌলতপুর থানা এলাকায় বাসাবাড়ির ওপর গাছ ভেঙে পড়ার খবর পেয়ে থানা-পুলিশের কুইক রেসপন্স টিম দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে লোকজনকে উদ্ধার করেছে। আড়ংঘাটা থানা এলাকায়ও সড়কের ওপর গাছ ভেঙে পড়েছিল। সেগুলোও থানা-পুলিশ অপসারণ করেছে দ্রুততম সময়ের মধ্যে।

ঘরের ওপর ভেঙে পড়া গাছ অপসারণে কেএমপির সদস্যরা। ছবি: বাংলাদেশ পুলিশ

এ ছাড়া প্রাকৃতিক এই দুর্যোগের সময়ও জীবনের মায়া না করে কেএমপির আটটি থানার মোবাইল টিম ও কুইক রেসপন্স টিম জনগণের জানমাল রক্ষায় ও সরকারি দায়িত্ব পালনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।