পৌষের শেষ ভাগে হালকা বৃষ্টি হয়েছে ঢাকায়। এমন বৃষ্টি আরও দু-তিন দিন চলতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়াবিদেরা। সে ক্ষেত্রে শীতের অনুভূতিও বাড়বে।

মঙ্গলবার সন্ধ্যায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, আগামী কয়েক দিন এ ধরনের বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
হাফিজুর বলেন, ‌’এ ধরনের বৃষ্টিতে রাতের বেলা তাপমাত্রা কমতে পারে ১-২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় শৈত্যপ্রবাহ বয়ে না গেলেও উত্তরের হাওয়ায় শীতের অনুভূতি থাকবে বেশ।’

মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১১.৯ ডিগ্রি সেলসিয়াস।

হাফিজুর বলেন, তিন-চার দিন পরে ধীরে ধীরে রোদেলা আবহাওয়া বাড়বে। তবে তখন শৈত্যপ্রবাহের আমেজ শুরু হবে বলেও জানান তিনি।

বাংলাদেশে স্বাভাবিকভাবেই জানুয়ারিতে শীতের প্রকোপ থাকে বেশি। এ মাসে দুয়েকটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহের আভাস রয়েছে।

বড় এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে।

চলতি মৌসুমে ২০ ডিসেম্বর চুয়াডাঙ্গায় ৭ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। সে সময় তিন দিন গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও বরিশাল অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ ছিল।