নরওয়ের উত্তরাঞ্চলে পৃথক তুষারধসের ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েকজন। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, রেইনুয়া দ্বীপে তুষারধসে একটি বাড়ি ও গোলাঘর সমুদ্রে ভেসে গেছে। এতে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে। অন্য দুটি তুষার ধসের ঘটনায় দুই পর্যটকের মৃত্যু হয়েছে। খবর বিবিসির।

লিংগেনে প্রথম তুষারধসে একজনের মৃত্যু ও দুইজন আহত হয়। পুলিশের মুখপাত্র মরটেন পিটারসেন বলেন, ওই এলাকায় ঘুরতে আসা ৫ বিদেশি সেখানে ছিলেন। তাঁদের মধ্যে একজন মারা গেছেন। আহত দুইজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

নরদ্রেইসা এলাকার স্টরস্লেটে আরেকটি তুষারধসে অন্য একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে পুলিশ জানায়, এই ব্যক্তি বিদেশিদের বড় একটি ভ্রমণকারী দলের অংশ ছিলেন। ঘটনাস্থলে থাকা ওই দলের এক সদস্যই তাঁর লাশ খুঁজে পান এবং জরুরি বিভাগকে খবর দেন।