ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে এবার শক্ত প্রতিযোগিতার মুখোমুখি হয়েছেন ইমানুয়েল মাখোঁ। ছবি: সংগৃহীত

ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম রাউন্ডে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

স্থানীয় সময় রোববার এ ভোট হয়। খবর বাসসের।

বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এবং কট্টর ডানপন্থী নেতা মেরিন লো পেনের মধ্যে পাঁচ বছর আগের তুলনায় এবার অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে অস্বাভাবিক প্রচারণার পর ফ্রান্সের মূল ভূখণ্ডে গ্রিনিচ মান সময় ৬টায় ভোট শুরু হয়।

বিশ্লেষকেরা ধারণা করছেন, ভোটের ফলাফল অপ্রত্যাশিত হতে পারে।

সময়ের ব্যবধানের কারণে কানাডার উপকূলে সেন্ট পিয়ের ও মিকলন দ্বীপ, ক্যারিবীয় ভূখণ্ড এবং প্রশান্ত মহাসাগরীয় ফরাসি দ্বীপগুলোতে শনিবার ভোট গ্রহণ করা হয়েছে।

জরিপের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, মাখোঁ প্রথম রাউন্ডে লো পেনের চেয়ে এগিয়ে যাবেন। সবচেয়ে বেশি ভোটপ্রাপ্ত ২ প্রার্থীর মধ্যে ২৪ এপ্রিল দ্বিতীয় রাউন্ডের ভোটে চূড়ান্ত বিজয় নির্ধারিত হবে।

বামপন্থী প্রার্থী জাঁন-লুক মেলেনচন তৃতীয় স্থানে রয়েছেন। তবে এখনো তিনি দ্বিতীয় রাউন্ডে পৌঁছানোর আশায় আছেন।