সিএমপি ডিবি বন্দর ও পশ্চিম বিভাগের অভিযানে আটক তিনজন। ছবি: সিএমপি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) বন্দর ও পশ্চিম বিভাগের অভিযানে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে প্রতারক চক্রের হোতাসহ তিনজন আটক হয়েছেন।

নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বায়েজিদ রোড এলাকায় ‘আমার বাজার ডটকম’ নামক প্রতিষ্ঠানে বৃহস্পতিবার অভিযান চালিয়ে মো. রিয়াজ, মো. সোলায়মান ও মো. জাহাঙ্গীর আলম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক মো. রিয়াজ ও মো. সোলায়মান অনলাইন প্রতারক চক্রের হোতা। তাঁরা ফেসবুকে ‘Shara Shop’ , ‘আয়ুর্বেদিক ঔষধালয় ৩’, ‘মধু সঞ্জীবনী’, ‘কাদরী হুজুরের আমন্ত্রণ’, Online Shop’, ‘পাহাড়ি ঔষধালয়’, ‘লতা হেলথ কেয়ার’, ‘১০০% প্রমাণিত’, ‘খেয়া ঘাটের মাঝি’সহ বিভিন্ন পেইজ খোলেন। এগুলোর মাধ্যমে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে বিশ্বাস জন্মিয়ে মানহীন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ওষুধ, আমদানি নিষিদ্ধ কৃত্রিম ভ্যাজাইনা ও পেনিস পাম্পসহ নানা ধরনের পণ্য বিক্রি করে সরল জনগণের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।